ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
যশোরে তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১

যশোর: যশোরে তীর্থযাত্রী বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুখী অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার করিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সুসমন খিসা (৬৫) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ৪৪ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি বেনাপোল যাচ্ছিল। পথে বিপরীতমুখী নড়াইলগামী একটি বেপরোয়া গতির লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুসমন খিসার (৬৫) মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।