ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
দিনাজপুরে প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব

দিনাজপুর: দিনাজপুরে তিন দিনব্যাপী প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। বাংলাদেশ টেলিভিশন এ উৎসবের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. বজলুর রশিদ, বঙ্গ মিলারস লিমিটেডের হেড অব মার্কেটিং মোস্তাফিজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহান শাহ আজাদ প্রমুখ।  

তিনদিনের এই আয়োজনে রয়েছে হা-ডু-ডু খেলা, বৌছি, বিস্কুট দৌড়, ফ্যাশন শো, গুপ্তধন উদ্ধার, পাতিল ভাঙা এবং নৃত্য। আরো আছে কৌতুক, নাটিকা, লাঠি খেলা, মোরগ লড়াই, কুস্তি, দাড়িয়া বান্ধা, ভাষান পালাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।