ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে আগ্নেয়াস্ত্র ও গাঁজাসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
গাংনীতে আগ্নেয়াস্ত্র ও গাঁজাসহ সন্ত্রাসী গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা থেকে আব্দুল হান্নান (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বামুন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্য রাতে করমদী ও কল্যাণপুর মাঠের মধ্যে থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার কেজি চারশ’ গ্রাম গাঁজাসহ আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।  

আব্দুল হান্নান গাংনী উপজেলার করমদী গ্রামের আফেজ উদ্দীনের ছেলে।

তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর, দৌলতপুর, পাবনা ও গাংনী থানায় মাদক, আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী ক্যাম্পের পুলিশ করমদী-কল্যাণপুর মাঠের মধ্য থেকে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা আব্দুল হান্নানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গাংনী থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।