মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে স্থানীয় প্রশাসন, পরিবহন ব্যবসায়ী, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের আশ্বাসের প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত করা হয়। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে ২১ নভেম্বরের (বুধবার) পরিবহন ধর্মঘটের বিষয়ে কার্যকরী কমিটির জরুরি সভা ডাকা হয়। সেখানে স্থানীয় প্রশাসনসহ শ্রম অধিদফতর ও কলকারখানা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সঙ্গে নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে সন্তোষজনক আলোচনা হয়েছে। তাই তাদের আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এম এ মজিদ বলেন, নিয়োগপত্রের জন্য ৪০ বছর ধরে পরিবহন শ্রমিকরা দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকপক্ষকে নিয়োগপত্র দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করলেও মালিকপক্ষ টালবাহানা করে কালক্ষেপণ করছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন বছরের শুরুতেই মালিক পক্ষের কাছ থেকে নিয়োগপত্র চাই। দাবি আদায় না হলে নির্বাচনের পর যেকোনো দিন থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের মাধ্যমে রংপুর বিভাগকে অচল করে দেওয়া হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম মুকুল, সহ-সভাপতি তমিজ উদ্দিন তমেজ, সহ-সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, দফতর সম্পাদক সিদ্দিকুল ইসলাম টিটু, প্রচার ও শ্রমিক কল্যাণ সম্পাদক ফারুক হোসেন, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুকুল, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, কার্যকরী সদস্য আমির হোসেন, মেহের উদ্দিন মেরু, ওবায়দুল ইসলাম সাজু ও অফিস প্রধান এম এ মালেক।
নিয়োগপত্র প্রদানের দাবিতে চলতি মাসের গত ৪ নভেম্বর মালিকপক্ষকে ২০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিলো রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা ২০, ২০১৮
ওএইচ/