ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলেজছাত্র রাকিব হত্যাকারীদের গ্রেফতার-বিচার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
কলেজছাত্র রাকিব হত্যাকারীদের গ্রেফতার-বিচার দাবি বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। 

শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় হাসপাতাল সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে নিহত রাকিবের পরিবার, সহপাঠী, এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাকিবের প্রতিবেশী শিক্ষক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন সহপাঠী।  

এসময় বক্তারা বলেন, ঘটনার চারদিন অতিবাহিত হলেও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। রাকিব হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে রাকিব হোসেনকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে সহপাঠীরা। এ ঘটনায় নিহত রাকিবের বাবা রিকশাচালক মাসুম হোসেন বাদী হয়ে ২২ নভেম্বর (বৃহস্পতিবার) নলছিটি থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।