ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে বন থেকে বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
মধুপুরে বন থেকে বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার বিধ্বস্ত হওয়া প্লেনের খণ্ড উদ্ধার। ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরের বনের রাজাবাড়ী বিটের বিভিন্ন স্থানে থেকে শুক্রবার (২৩ নভেম্বর) বিধ্বস্ত হওয়া প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যগণ এ উদ্ধার কাজে অংশ নেন।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলায়ার হোসেন বাংলানিউজকে জানান, ওই এলাকার গভীর বনের বিভিন্ন এলাকা থেকে বিধ্বস্ত প্লেনের খণ্ড উদ্ধার করা হয়েছে।

প্লেনের ওই খণ্ড অংশ দুটি ট্রাকে বিমান বাহিনীর সদর দপ্তরে নিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

তিনি জানান, প্লেনের ইঞ্জিনটি অনেকটা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর নিরাপত্তা বিভাগের প্রভোস্ট সখীপুর নলুয়ায় কর্মরত ওয়ারেন্ট অফিসার জাফরিল শেখ মধুপুর থানায় জিডি করেছেন। মধুপুর থানার উপ -পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে মধুপুর-মুক্তাগাছার সীমান্তবর্তী রাজাবাড়ী বিটের বনে শুক্রবার দুপুর তিনটায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানে থাকা একমাত্র বিমানের পাইলট উইং কমান্ডার আসিফ আহমেদ দিপু নিহত হন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।