ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজার: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক সুভাষ চন্দ্র বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

সুভাষ বড়ুয়ার সহকর্মী ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপন বড়ুয়া বাংলানিউজকে জানান, বুধবার (২৮ নভেম্বর) বেলা ২টার দিকে দুপুরের মাধ্যহ্নভোজ শেষে স্কুলে যাওয়ার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালি কাস্টমস গেট এলাকায় ব্যাটারিচালিত টমটম অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে প্রথমে বালুখালী রেড ক্রিসেন্ট হাসপাতাল, সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

সুভাষ চন্দ্র বড়ুয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।