ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ ইতিহাসে ‘বিরল’ ঘটনা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ ইতিহাসে ‘বিরল’ ঘটনা  সুলতানা কামাল। ফাইল ফটো

কক্সবাজার: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, বঙ্গবন্ধু আমাদের নেতৃত্ব দিয়েছেন যে মুক্তিযুদ্ধের, সেই মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে আজো একটি ‘বিরল’ ঘটনা।

তিনি বলেন, ১৯৭১ সালের দেশটির কথা, চেতনার কথা, নেতার বাণী, বক্তব্য পৃথিবীর সমস্ত মানুষকে আলোড়িত করেছে। আমরা সেই মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী।

সেই সম্পদের উত্তরাধিকারী।  

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

সুলতানা কামাল বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ বলে নিজেদের দাবি করি, সত্যিকার অর্থে মানুষের মর্যাদায় বিশ্বাস করি, যেটা আমাদের সংবিধানে আছে, মানবসত্ত্বার মর্যাদার কথা, সেই মর্যাদা প্রতিষ্ঠিত করাই ছিল দেশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য। কারণ আমরা সেই ’৭১-এর উত্তরসূরি, কেউ মুক্তিযোদ্ধা, কেউ মুক্তিযোদ্ধার উত্তরসূরি, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আসক্ত-নিষিক্ত। তাই আমরা প্রত্যেকে মাথা উঁচু করে বাঁচতে পারি। কিন্তু আজকে আমরা নিজেরাই নিজেদের দৃষ্টি-মনকে সীমাবদ্ধ করে ফেলেছি। যা খুবই দুঃখজনক।

‘আমাদের লক্ষ্য সামাজিক ঐক্য’-স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, ইউরোপিয়ান কলেজ অব ল’ ইউ কে-এর ডিন প্রশান্ত ভূষণ বড়ুয়া, সংগঠনের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি বিপক বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ভালোবাসা দিয়েই পৃথিবীটাকে জয় করতে হবে। হিংসা-প্রতিহিংসা আঘাত-প্রতিঘাত ডেকে আনে। কিন্তু ভালোবাসা ডেকে আনে শুধুই ভালোবাসা। সবাই যদি সবাইকে ভালোবাসতে পারি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো।

এর আগে, পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এসময় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।