ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৮ আসনে ২৩ জনের মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
টাঙ্গাইলে ৮ আসনে ২৩ জনের মনোনয়ন প্রত্যাহার

টাঙ্গাইল: টাঙ্গাইলের আটটি আসনে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। 

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহমেদ ও স্বতন্ত্র খন্দকার আনোয়ারুল হক।
 
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির শামছুল আলম তোফা ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. রফিকুল ইসলাম।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মাঈনুল ইসলাম ও কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুর রশীদ মিয়া।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির লুৎফর রহমান মতিন, শুকুর মাহমুদ, আব্দুল হালিম মিয়া ও বেনজীর আহমেদ টিটো, কৃষক শ্রমিক জনতা লীগের আজাদ সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের এস এম আবু মোস্তফা।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির ছাইদুল হক ছাদু ও কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির নুর মোহাম্মদ খান, ওয়াকার্স পার্টির মাকসুদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) রবিউল আওয়াল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ সৈয়দ নাভেদ হোসেন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) বিএনপির সাইদুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের লিলি বেগম ও ওয়ার্কার্স পার্টির গোলাম নওজন চৌধুরী।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।