মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ আউটলেটটির উদ্বোধন করেন।
এসময় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট মেসার্স তোয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আজহারুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ময়মনসিংহ রিজিওনাল হেড তানভীর আহমেদ, কিশোরগঞ্জ এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মনসুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মান্নান, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জে এই প্রথম এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট উদ্বোধন করা হলো। এর মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক এর যেকোনো একাউন্টে টাকা জমা ও উত্তোলন করা যাবে। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আউটলেট থেকে ব্যাংকিং লেনদেনের সুযোগ থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএমইউ/