ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেবে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেবে চীন চীনের পতাকা

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিক্যাল ভিসা দেবে চীন। এখন থেকে চীনেও বাংলাদেশিরা উন্নত চিকিৎসা নিতে পারবেন। 

বুধবার (১২ ডিসেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো এ তথ্য জানান।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল র‌্যাডিসনে চীনে মেডিক্যাল ভিসার দেওয়ার বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস।

 

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়াতে আমরা কাজ করছি। সে লক্ষ্যেই এই মেডিক্যাল ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  

বাংলাদেশিরা চীনে উন্নত চিকিৎসার জন্য ভিসা পাবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আগে বাছাই করা ২০ জন রোগীকে চীনা দূতাবাসের পক্ষ থেকে  তাদের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। এসব রোগীরা চীনের কুনমিংয়ের হাসপাতালে সেবা পাবেন। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান আরভিং গ্রুপ এ চিকিৎসায় সহায়তা করছে।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।