ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে চলছে পুরো উদ্যমে প্রচার-প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বরিশালে চলছে পুরো উদ্যমে প্রচার-প্রচারণা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: তৃতীয় দিনের মতো বুধবার (১২ ডিসেম্বর) বরিশালে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন প্রার্থীরা। 

নির্বাচনী প্রচারণায় সকাল থেকে মধ্যরাতে পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে।  

বেলা ২টার পর থেকে মাইক-বাহী গাড়িতেও শুরু হয়ে যায় প্রচারণার কাজ।

বরিশাল নগরের মূল সড়কসহ বিভিন্ন উপজেলার মূল সড়কগুলো পোষ্টারে ছেয়ে গেছে।

নির্বাচনী মাঠ ঘুরে জানা গেছে, প্রতীক বরাদ্দের দিন গত সোমবার দুপুর থেকেই বিভিন্ন এলাকায় প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা আলাদভাবেও প্রচারণা চালাচ্ছেন।

বুধবার দুপুরে বরিশাল সদর রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বরিশাল ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুখ শামীম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নেতা-কর্মীরা অন্যান্য এলাকায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মাঝে প্রচারণা চালান।  

অপরদিকে এ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বরিশাল সদর উপজেলার কাগাশুরা ও মতাশা এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একইভাবে বরিশালের ৬ আসনে ‍পুরোদমে প্রার্থী ও কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণার কাজ।

আগামী ৩০ ডিসেম্বর বরিশালের ৬ আসনে ৮০৫ টি কেন্দ্রে ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন পছন্দের প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২
এমএস/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।