ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বেলতলীর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালেক (২৮), জাকির (২৭) ও শহীদ (৩০)।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সদর উপজেলার চুরখাই এলাকা থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পায়ে হেঁটে বেলতলী এলাকায় ধান কাটার জন্য আসছিল দুই শ্রমিক। এ সময় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক।  

এ সময় আহত হন আরও দুজন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।