ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন: চারুশিল্পী সমাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন: চারুশিল্পী সমাজ সচেতন চারুশিল্পী সমাজের সমাবেশে শিল্পীরা/ছবি: শাকিল

ঢাকা: আবারও দেশের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন চারুশিল্পী সমাজ। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

সচেতন চারুশিল্পী সমাজের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, আগামী ৩০ ডিসেম্বর দেশের গণতান্ত্রিক ধারা থাকবে কিনা তার চূড়ান্ত দিন।

এ দিনে আমাদের সবাইকে একটাই প্রতীক বেছে নিতে হবে যেটা স্বাধীনতার পক্ষের শক্তি। যে শক্তি দেশ গড়ার কারিগর। সেই নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও দেশকে উন্নত শিখরে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, গত ১০ বছর নৌকার পক্ষের শক্তি ক্ষমতায় ছিল বলেই দেশের এতো উন্নয়ন। আজ আমাদের দেশকে অন্যরা মডেল হিসেবে দেখে। আমাদের নেতাকে অন্যরা অনুসরণ করে। তাই এই নেতা ও দেশকে ভালোবেসে আরও একবার তাকে ক্ষমতায় আনি। আনন্দ ও উন্নয়ন ভাগাভাগি করে নেই।

এসময় উপস্থিত ছিলেন চারুশিল্পী মনিরুজ্জামান, জিয়াউল হক শিমুল, টাইগার নাজির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।