ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে শীর্ষ সন্ত্রাসী মিন্টু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মেহেরপুরে শীর্ষ সন্ত্রাসী মিন্টু গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরে শীর্ষ সন্ত্রাসী মিন্টু ওরফে আর্মি মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে গাংনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ বিষয়টি জানান।

মিন্টু গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

ওসি হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সন্ত্রাসী মিন্টু এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, অপহরণ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক, ছিনতাই, রাস্তার গাছ কাটাসহ প্রায় হাফ ডজনের অধিক মামলা রয়েছে। তিনি দেবীপুর গ্রামের কৃষক মোশাররফ হোসেন মামলার এক নং আসামি।

মিন্টুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।