ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদকের মামলায় নাদিরা বেগস ফুরকুন (৪২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাদিরা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মইষালবাড়ী গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মোস্তফা কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০০৯ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ নাদিরা বেগম ওরফে ফুরকুনকে আটক করে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে নাদিরা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ।  

দীর্ঘ শুনানি শেষে বিচারক এ দণ্ডাদেশ দেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।