ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
রাজধানীতে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আয়শা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশুর বাবা ইদ্রিস জানান, শরিয়তপুর জাজিরা উপজেলায় তার বাড়ি।

তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন। পরিবার নিয়ে গেন্ডারিয়ার দ্বীন নাথ সেন রোডের ৮২-সি/২ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকেন তিনি। সন্ধ্যায় তার মেয়ে আয়শা বাসার পাশের একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায়। পরে ওই বাসার লোকজন খবর দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।