ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় লঞ্চের ধাক্কায় যুবক নিহত, আহত-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
মেঘনায় লঞ্চের ধাক্কায় যুবক নিহত, আহত-৫ লঞ্চ/ফাইল ছবি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে।

শনিবার (০৫ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব পালোয়ান (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে।

তিনি ঢাকার কেরাণীগঞ্জে দর্জি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।  

নিহতের স্বজন হুমায়ুন ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, রাত ৯টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।  পানি কম থাকায় মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী তীরে লঞ্চটি নোঙ্গর করে রাখা হয়।

রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে সাকিবসহ বেশ কয়েকজন আহত হয়।

বরিশাল সদর নৌ-থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. কবির বাংলানিউকে জানান, সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৪/৫ জন যাত্রী আহত হয়। যাদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় সাকিব পালোয়ান ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার নুর মোহাম্মদকে বরিশালগামী অ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেয়া হয়।

রোববার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে অ্যাডভেঞ্চার-১ লঞ্চে করে বরিশালে আনা হয় এবং পরে তাদের বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর রাতেই সুন্দরবন-৬ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।