ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বাসচাপায় মা-ছেলে নিহত, মেয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
নেত্রকোনায় বাসচাপায় মা-ছেলে নিহত, মেয়ে আহত দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা/ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার সদর উপজেলার লহ্মীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তানিয়া আক্তার (৩৫) ও তার ছেলে মোমেন মিয়া (১২) নিহত হয়েছে। 

এ ঘটনায় তানিয়ার মেয়ে গুরুতর আহত হাবিবা আক্তারকে (১৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তানিয়া আটপাড়া উপজেলার সুনাজোর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

রোববার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সকালে নেত্রকোনা থেকে তানিয়া তার সন্তানদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে আটপাড়া যাচ্ছিলেন। পরে লহ্মীগঞ্জের গদাইকান্দি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া ও মোমেন মারা যান। আর আহত হন মেয়ে হাবিবা।

সকালে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।