ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
খুলনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

খুলনা: খুলনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি পিন্টু বিশ্বাসের (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (৬ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (৫ জানুয়ারি) রাতে খুলনা জেলা কারাগার থেকে পিন্টুকে খুমেকে ভর্তি করা হয়েছিল। তিনি কুষ্টিয়া জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে।

 

খুলনা জেলা কারাগারের জেলার জান্নাত-উল ফরহাদ বলেন, পিন্টু বিশ্বাস চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সম্প্রতি তাকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সেখানে স্ট্রোক করলে শনিবার রাত ৮টার দিকে তাকে খুলনায় আনা হয়। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা জেলা কারাগারের মাধ্যমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।