ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বরিশালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল জেলার গৌরনদীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা এ অভিযানে সহায়তা করে।

রাতে তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গৌরনদী বাস টার্মিনাল এলাকার জব্বার বেকারিকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে সাড়ে ৩ হাজার টাকা, সান্টু ফার্মেসিকে সাড়ে ৩ হাজার টাকা, মা মেডিসিন ফার্মেসিকে ৪ হাজার টাকা ও ঈশাম মেডিসিন ফার্মেসিকে ৪ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫১ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।