ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে শাহানাজ খাতুন (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ ঘর থেকে হিন্দা পুলিশ ক্যাম্পের একটি দল মরদেহটি উদ্ধার করে। শাহানাজ খাতুন ধর্মচাকী গ্রামের আলগামন চালক কামাল হোসেনের স্ত্রী।

এ ঘটনার পর তার পলাতক রয়েছেন।

হিন্দা ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বেশ কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এ নিয়ে মঙ্গলবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সকাল থেকে শাহানাজকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে উঁকি দিলে তার মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর তার স্বামী কামাল হোসেন পলাতক রয়েছেন। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।