ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
নলছিটিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ হওয়ার একদিন পর হানিফ খন্দকার (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পৌরসভার কুমারখালী এলাকার একটি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। হানিফ ভাঙ্গাদৌলা গ্রামের নজির আহম্মেদ খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ কুমারখালী এলাকার মন্টু মীরের করাত কলে শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার (৯ জানুয়ারি) সকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন।  

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী এলাকার একটি খালের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, কি কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।