ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত ৬

খাগড়াছড়ি: রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১২ জানুয়ারি) বিকেলে সাজেক সড়কের হাউজপাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যাত্রীবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে সাতযাত্রী আহত হন। এদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। সেনাবাহিনীর সদস্যরা ও অন্য গাড়ির যাত্রীরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন শিপন দাস (২২), জুয়েল দাস (৩৫), পার্থ (১৮), অয়ন (১৮), শিশির (১৬), তাপস (১৫)।

বেড়াতে আসা পর্যটক রাহুল বাংলানিউজকে জানান, আহতদের প্রত্যেকের বাড়িই চট্টগ্রামের পাথরঘাটা এলাকায়। তারা সকালে পাঁচটি পিকআপভ্যান নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক বেড়াতে গিয়েছিলো।

খাগড়াছড়ি সদর হাসপাতালের অনুতোষ চাকমা বাংলানিউজকে জানান, গুরুতর আহতদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, জানুয়ারী ১২, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।