ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে এএসআই গুলিবিদ্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ময়মনসিংহে এএসআই গুলিবিদ্ধ  গুলিবিদ্ধ এএসআই সাখাওয়াত হোসেন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির সময় ডাকাতের ছোড়া গুলিতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এএসআই সাখাওয়াত গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রথমে জানাজানি হয়নি।

তবে রোববার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ সদস্যকে দেখতে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে এসপি শাহ আবিদ সাংবাদিকদের জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মুখোশধারী ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

পুলিশ জানায়, মুখোশ পড়ে ৭ থেকে ৮ জন ডাকাত ময়মনসিংহ নগরের নূর অ্যান্ড সন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের ভল্ট ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।