ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
নাটোরে পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট নাটোরে পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, তেল বিক্রি বন্ধ।

নাটোর: মহাসড়কে পুলিশি হয়রানি, কমিশন বাড়ানো, লাইসেন্স জটিলতাসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন নাটোর জেলার পেট্রোল পাম্প মালিকরা।

রোববার (০১ ডিসেম্বর) সকাল থেকে পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেন তেল ব্যবসায়ীরা। এতে যানবাহন চালকরা এসব তেলপাম্পে গিয়ে ফিরে যান।

ফলে, ভোগান্তিতে পড়েছেন তারা।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিকে এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের এসব দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করে কোনো লাভ হয়নি। তাই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদের যৌথ উদ্যোগে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯ 
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।