ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে নার্সিং কলেজে র‌্যাবের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ঢামেকে নার্সিং কলেজে র‌্যাবের অভিযান ঢামেক কর্মচারী আরিফকে আটক করে নিয়ে যাচ্ছে র‌্যাব। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগের অবস্থিত নার্সিং কলেজে অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে এ অভিযান শুরু হয়।

র‌্যাব-৩ এর মেজর মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ওই কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজ থেকে জাল সার্টিফিকেট ও বিভিন্ন নামের সিল উদ্ধার ও আরিফ নামে ঢামেকের একজন কর্মচারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।