ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিয়ের আশ্বাসে প্রেমিকার টাকা-স্বর্ণ নিয়ে উধাও প্রেমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
বিয়ের আশ্বাসে প্রেমিকার টাকা-স্বর্ণ নিয়ে উধাও প্রেমিক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে করার আশ্বাস দিয়ে এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দেড় লাখ টাকা ও ১৪ আনা স্বর্ণ প্রতারণা করে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (০১ ডিসেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগে বলেছেন, আমার স্বামী মারা যাওয়ার পর ১৪ বছরের কন্যাকে নিয়ে সোনারগাঁয়ের পঞ্চবডি এলাকায় বাবার বাড়িতে করছি।

এর মধ্যে আড়াইহাজারের জাঙ্গালিয়া গ্রামের মহসিন ভূঁইয়ার ছেলে আক্তার হোসেনের প্রেমে পড়ি। ছয় মাসের প্রেমের সম্পর্কের মধ্যে গত ২৮ নভেম্বর আক্তার জানালো আমার কাছে থাকা টাকা ও স্বর্ণ তাকে দিয়ে দিতে। এসব দিয়ে সে মাছ চাষ করে সংসার করবে।

এরপর ২৯ নভেম্বর সংসারের প্রস্তাবে সায় দিয়ে আমি জমানো দেড় লাখ টাকা ও ১৪ আনা স্বর্ণের চেইন (বর্তমান মূল্য প্রায় ৪৫ হাজার টাকা) নিয়ে আড়াইহাজারে চলে আসি। পরে অভিযুক্ত আরেক বিবাদী একই এলাকার মৃত হাসমত আলীর ছেলে শরীফ আমাকে নিয়ে আক্তারের কাছে যান। আক্তার আমার কাছে থাকা টাকা ও স্বর্ণ নিয়ে দুই ঘণ্টা পরে এসে বিয়ে করবে বলে চলে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি কোনো ধরনের যোগাযোগ করেনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।