ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ফিলিপাইন এফওসি মঙ্গলবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
বাংলাদেশ-ফিলিপাইন এফওসি মঙ্গলবার প্রতীকী ছবি

ঢাকা: বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা (এফওসি) মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো এফওসি অনুষ্ঠিত হতে চলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের মধ্যে এফওসি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব (এশিয়া প্যাসিফিক) মাসুদ বিন মোমেন।

আর ফিলিপাইনের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব পর্যায়ের এক কর্মকর্তা নেতৃত্ব দেবেন।

এসময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সহজীকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে দুই দেশের মধ্যে এফওসি আয়োজনের জন্য একটি সমঝোতা সই হয়। সে অনুযায়ী গত বছর ম্যানিলায় প্রথমবারের মতো এফওসি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।