ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শামীম হোসেন (৩০)  নামে  আহত এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (০৪ ডিসেম্বর) সকালে রংপুর মেডিক্যাল  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকায় একটি জমি দখল নিয়ে সংঘর্ষে শামীম হোসেনসহ দুই পক্ষে অন্তত ১০ জন আহত হন।

শামীম হোসেন উপজেলার ফকিরপাড়া গ্রামের আমিনুর রহমান আমুর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার এফবাজ আলীর ছেলে সফিয়ার রহমান ও আব্বাছ আলীর ছেলে আব্দুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৪ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। গত ২৯ নভেম্বর সকালে ওই জমি দখল নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুর রহমান পক্ষের শামীম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শামীমের মৃত্যু হয়।
  
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এর আগে এ ঘটনায় উভয়পক্ষের দায়ের করা দুইটি মামলায় দু’জনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১২০৬ ঘন্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।