ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দিনাজপুর আদালতে হাজিরা দিতে এসে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, ডিসেম্বর ৫, ২০১৯
দিনাজপুর আদালতে হাজিরা দিতে এসে আসামির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে নুরুল হোসেন (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নুরুল জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের নয়াপাড়ার বাসিন্দা।

তিনি আদালতে হাজিরা দিতে এসেছিলেন বলে জানা গেছে।  

নুরুলের আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল হক বাংলানিউজকে জানান, দুপুরে একটি মাদক মামলার আসামি হিসেবে জামিন নেওয়ার জন্য আদালতে হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে যান নুরুল হোসেন। এসময় তার সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।