ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
কিশোরগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের কালীবাড়ি এলাকার দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ড্রাগ সুপার (ওষুধ তত্ত্বাবধায়ক) ফোয়ারা ইয়াসমিনসহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

 

গালিব মাহমুদ পাশা বাংলানিউজকে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই এলাকার মিতালি ফার্মেসিকে ৩০ হাজার ও অনিমা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।