ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে নারী-পুরুষসহ আটক ১২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
মহেশপুর সীমান্ত থেকে নারী-পুরুষসহ আটক ১২ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১২ জনকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত এলাকার কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ী রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর-খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বাংলানিউজকে জানান, সকালে কুসুমপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১২ জনকে আটক করা হয়।

মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ী রাস্তায় যাত্রীবাহী বাস তল্লাশি করে বাংলাদেশি নাগরিক ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। আটকরা সবায় গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।