ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে গাছ উপড়ে পড়ে ৩ কলেজছাত্রীসহ আহত ৪

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
রংপুরে গাছ উপড়ে পড়ে ৩ কলেজছাত্রীসহ আহত ৪ গাছটি কাটছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের ডিসির (জেলা প্রশাসক) বাসভবনের সামনে একটি গাছ হঠাৎ উপড়ে পড়ে তিন কলেজছাত্রীসহ চারজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় হঠাৎ গাছটি উপড়ে পড়ে।

এ সময় একটি প্রাইভেটকার চাপা পড়ে।  ফলে নগরীর ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছটি কেটে সরিয়ে নিলে ফের ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কোনো দূর্যোগ না থাকলেও হঠাৎ প্রকাণ্ড গাছটি উপড়ে পড়ে। এতে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় গাছটির নিচে একটি রিকশা, দুইটি ভ্যান, দু’টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার চাপা পড়ে। এ সময় রিকশায় থাকা রংপুর সরকারি কলেজের তিনছাত্রীসহ চারজন আহত হয়। আহতদের এলাকাবাসী উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা বাংলানিউজকে বলেন, অনেক পুরাতন গাছ হওয়ায় হঠাৎ পড়ে যায় এটি। ফায়ার সার্ভিসের টিম গাছ কাটছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।