ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
পাবনায় রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৫

পাবনা: পাবনার আটঘরিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হারুল পাড়ার সিধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- উপজেলার মাজপাড়া ইউনিয়নের সিধাই গ্রামের মতিউর রহমান, মো. জিয়া, মো. দুলাল, মো. সিরাজ ও রবিউল ইসলাম।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুল পাড়ার সিধাইয়ে এলজিইডির পাকা সড়কের কাজ চলছে। এই কাজে ঠিকাদারের কাছে আটক হওয়া ব্যক্তিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে নগদ ২০ হাজার টাকাসহ তাদের আটক করে।

আটক পাঁচজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।