ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
ভুরুঙ্গামারীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ আটক মাদক ব্যবসায়ীরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চার হাজার ৪০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

সোমবার (০৯ ডিসেম্বর) ভোরে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার বিষয়টি জানান।

 

আটকরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম পাথরডুবি গ্রামের আবু হোসেনের ছেলে মোহির উদ্দিন (৩৮), আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২) ও সামান আলীর ছেলে মাঈদুল ইসলাম (৩০)।

প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৪০৮ পিস ইয়াবা, তিনটি মোবাইল, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।