ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরের সদররোডের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি পৃথকভাবে এ সমাবেশ করে।

বরিশাল মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাও হরণ করেছে। যার কারণে মিথ্যে মামলায় বিএনপি চেয়ারপারসনকে বন্দি রাখা হয়েছে। আদালত তাকে জামিন দিতে চাইলেও সরকারের হস্তক্ষেপে তা পারছেন না।  

খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে আন্দোলন হবে। যেখানে সব নেতা-কর্মীদের অংশ নেওয়ার জন্য আহ্বান জানান সরোয়ার।

সমাবেশে বক্তব্য আরও রাখেন-মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপি সহ-সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর শ্রমিক দলের সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু।

অপরদিকে, সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বরিশাল সদর উপজেলা সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু প্রমুখ।

এছাড়া প্রতিবাদ সভা শেষে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।