ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় ট্রিপল মার্ডার: প্রবাসীর স্ত্রী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
বানারীপাড়ায় ট্রিপল মার্ডার: প্রবাসীর স্ত্রী কারাগারে

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রিমান্ড শেষে বানারীপাড়া থেকে বরিশালে আনা হয় প্রবাসীর স্ত্রী ও মামলার আসামি মিশরাত জাহান মিশুকে। এরপর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে হাজির করে পুলিশ।

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ ডিসেম্বর কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে তার মাসহ দুই কাছে আত্মীয়কে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির নির্মাণ কাজ করা রাজমিস্ত্রী ও ভণ্ড ফকির জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে ওই দিনই গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যানুসারে প্রবাসীর মিশরাত জাহান মিশুকে ৯ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলানিউজকে জানান, রিমান্ডে থাকাকালীন মিশু বেশ কিছু তথ্য দিয়েছেন। যা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হত্যায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা। রাজপাশা গ্রামের রত্তন মাঝি সর্ম্পকে তার নানা হয়। মূলত নানা বাড়িতে থেকেই জাকির বড় হয়েছে। কিন্তু তার বাবার বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে নলছিটির নানার বাড়িতে এসে আশ্রয় নেয় জাকিরের মা। জাকিরের আরও এক ভাই রয়েছেন যার নাম জাফর। এছাড়া জাকির ইতোমধ্যে একাধিক বিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।