ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির পথে এগিয়ে যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
‘দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির পথে এগিয়ে যাবে’

ঢাকা: বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে।

বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির পথেই এগিয়ে যাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

রাজাকারদের তালিকা প্রকাশ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রাজাকারদের যে তালিকা প্রকাশ হয়েছে এখনও তা যাচাই-বাছাই করার সুযোগ পাইনি। তবে তালিকা প্রকাশের মাধ্যমে ৭১-এ কার কী ভূমিকা ছিল তা জানা যাবে।

এ সময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
আরকেআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।