ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৬১ ওয়াকিটকি সেট-চার্জারসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ভৈরবে ৬১ ওয়াকিটকি সেট-চার্জারসহ ব্যবসায়ী আটক আটক ব্যক্তি ও জব্দকৃত ওয়াকিটকি ও চার্জার। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৬১টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ মো. আবুল হোসেন (৩১) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।  

এর আগে সকালে ভৈরব উপজেলার দুর্জয়মোড় এলাকায় এস এ পরিবহন অফিস থেকে অবৈধ ওয়াকিটকি সেট সরবরাহের সময় তাকে আটক করা হয়।

 

আটক মো. আবুল হোসেন চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার হামজারবাগ কলোনি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।  

র‌্যাব-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ভৈরব উপজেলার দুর্জয়মোড় এলাকায় এস এ পরিবহন অফিস থেকে অবৈধ ওয়াকিটকি সেট সরবরাহের সময় অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬১টি ওয়াকিটকি সেট, ৬০টি ওয়াকিটকি সেটের চার্জার ও ৬৮টি ওয়াকিটকি সেটের ইয়ার ফোন জব্দ করা হয়।  

তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘন্টা, ডিসেম্বর ১৬, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।