ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
মহেশপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোকন হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, ‍গুলি ও করাত উদ্ধার করা হয়।

মৃত ডাকাত খোকন হোসেন ওই উপজেলরা গাগুসা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মেহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল বাংলানিউজকে জানান, কৃষ্ণচন্দ্র এলাকায় সড়কের পাশ থেকে গাছ কেটে রাস্তার ওপর ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।