ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবননগরে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
জীবননগরে ভাতিজার হাতে চাচা খুন

চুয়াডাঙ্গা: জমি নিয়ে বিরোধের জের ধরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে ভাতিজার শাবলের আঘাতে চাচা ইসরাফিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভাতিজা মিলনকে আটক করেছে পুলিশ।

নিহত ইসরাফিল একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, ইস্রাফিলের সঙ্গে জমি-জমা নিয়ে তার ভাই ইব্রাহিমের বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইব্রাহিমের ছেলে মিলন ঘর থেকে শাবল বের করে চাচা ইসরাফিলের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন ইসরাফিল। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।  

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুই পরিবারের বিরোধে ঘাতক মিলন নিজেও আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। খবর পেয়ে সন্ধ্যায় তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে।  

এ ঘটনায় নিহতের বড় ছেলে সুমন তিন জনকে আসামি করে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।