ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘স্বাধীনতা ছাড়া জ্ঞান-বিজ্ঞান বিকশিত হয় না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
‘স্বাধীনতা ছাড়া জ্ঞান-বিজ্ঞান বিকশিত হয় না’ স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন সচিবসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বাধীনতা ছাড়া জ্ঞান-বিজ্ঞান বিকশিত হতে পারে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে ‘মুক্তিযুদ্ধ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতার সুফল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মো. আনোয়ার হোসেন বলেন, পরাধীনতার কারণে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের প্রচুর সম্পদ ব্রিটিশ ও ভারতীয়দের মাধ্যমে লুণ্ঠিত হয়েছে।

পরাধীন শাসনের কারণে প্রতি মুহূর্তে নির্যাতিত হয় ভাষা, শিক্ষা ও অর্থনীতি। স্বাধীনতা ছাড়া জ্ঞান-বিজ্ঞান বিকশিত হতে পারে না। তাই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. সাহানা আফরোজ।

মুনীর চৌধুরী বলেন, প্রযুক্তিতে বাংলাদেশের অভাবনীয় উন্নতি হয়েছে। ন্যানো ফিল্টার আবিষ্কৃত হয়েছে, পাটের জীবন রহস্য উদঘাটিত হয়েছে। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও গবেষণা করে দেশকে বিশ্ব মানচিত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সচিব মো. আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।