ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর-ঢাকা রুটে প্লেনের শিডিউল বিপর্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
সৈয়দপুর-ঢাকা রুটে প্লেনের শিডিউল বিপর্যয়

নীলফামারী: ঘন কুয়াশার কারণে সৈয়দপুর-ঢাকা রুটে প্লেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। নীলফামারীর আকাশ কুয়াশাচ্ছন্ন হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে প্রতিটি ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন ঘটছে। সকালে দুটি ফ্লাইট সঠিক সময়ে ওঠানামা করলেও এরপর শুরু হয় শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইটের শিডিউল কয়েকঘণ্টা করে পেছানো হচ্ছে। ফলে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে নভোএয়ার ও ইউএস-বাংলার ফ্লাইট দুটি ঠিক সময়ে ওঠানামা করলেও কিছুক্ষণ পরেই শুরু হয় শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইট কয়েকঘণ্টা দেরি হচ্ছে।



সৈয়দপুর-ঢাকা রুটে এ বিমানবন্দর থেকে প্রতিদিন ১১টি ফ্লাইট ওঠানামা করে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত লোকমান হাকিম জানান, এ পর্যন্ত সৈয়দপুরের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে কুয়াশার কারণে প্লেন ওঠা-নামা বিঘ্ন ঘটছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিআুজকে জানান, ঘন কুয়াশার কারণে প্লেন ওঠানামায় বিঘ্ন ঘটছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।