ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফারুখ হোসাইনের বাড়িতে এ ঘটনা ঘটে।  

অসুস্থ হয়ে পড়েছেন- ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন (৪৫), তার দুই মেয়ে তামান্না (১৮), তায়েমা (১০), স্ত্রী রুমা ফেরদাউস (৩৭), বড় ভাই আলমগীর হোসেন (৫৫) এবং দুই বোন রেহানা (৩৩) ও রেবেকা সুলতানা (৪৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে তারা একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে সবার গোঙানির শব্দ শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেদওয়ান রাইসুল ইসলাম বাংলানিউজকে বলেন, খাদ্যে চেতনানাশক দ্রব্য মেশানোয় সবাই অচেতন হয়ে পড়েন। তবে সবার অবস্থা আশঙ্কামুক্ত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাটি শুনেছি। ঘরের মালামাল লুট করার জন্য দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।