ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইসিইউতেই থাকছেন ফারাবী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আইসিইউতেই থাকছেন ফারাবী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবী (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) থাকছেন।

তার অতিরিক্ত অ্যাটেনডেন্স থাকার কারণে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অপাতত তাকে ওয়ার্ডে দেওয়া হচ্ছে না।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, আহত ফারাবীর অ্যাটেনডেন্স এত বেশি যে, তাকে এই মুহূর্তে ওয়ার্ডে দেওয়া চিকিৎসার জন্য ভালো হবে না।

তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আইসিইউতেই রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি ইতোমধ্যেই তার মা-বাবার সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, ফারাবীকে দেখতে হাসপাতালে ভিড় করছে অনেকে। কিন্তু আইসিইউতে থাকার কারণে সবাই তার কাছে যেতে পারছে না। যদি এখনই ওয়ার্ডে দেওয়া হয়, তাহলে অ্যাটেনডেন্সের কারণে তার চিকিৎসার অবনতি হতে পারে।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। সেসময় তাকে নিউরোলজি বিভাগের কেবিন বা ওয়ার্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে তার কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পিটিয়ে আহত করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তার সঙ্গে থাকা ফারাবীসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক পেটানো হয়।

ফারাবী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।