ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে বিজ্ঞান জাদুঘরের আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে বিজ্ঞান জাদুঘরের আয়োজন

ঢাকা: ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এ কার্যক্রমের আওতায় টেলিস্কোপ, তাঁবু, প্ল্যানেটোরিয়াম বসানো হচ্ছে। এছাড়া বিশেষ ধরনের সোলার ফিল্টার দিয়ে সূর্যগ্রহণ সরাসরি প্রত্যক্ষ করার আয়োজনও করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বাংলানিউজকে বলেন, বিজ্ঞান জাদুঘর ভবনের ছাদে স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি আমদানি করা শক্তিশালী দুটি সোলার টেলিস্কোপ।

শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের জন্য বিজ্ঞান জাদুঘর ভবনের ছাদের ৩০ হাজার বর্গফুট এলাকাজুড়ে এ প্রদর্শন সুবিধা উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, চোখের জন্য পর্যাপ্ত সুরক্ষা নিয়ে ৩ ঘণ্টা ৪ মিনিটব্যাপী স্থায়ী এ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। তবে ১০টা ২৮ মিনিটে হবে সর্বোচ্চ (৪০ শতাংশ) গ্রহণ। কিন্তু পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর এবং ভারতের দক্ষিণাংশে। বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান সম্মত পদ্ধতিতে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার ব্যবস্থা নিয়েছে। তাই জনসাধারণকে এটি প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।