ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে আনা ১২ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
অবৈধভাবে আনা ১২ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ২ ভারতীয় মোবাইলসহ আটক দু’জন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১২ লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল ফোনসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন জেলার আখাউড়া উপজেলার কালিকাপুরের ইদন মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও একই উপজেলার বীরচন্দ্রপুরের খোকন মিয়ার ছেলে আতিকুল ইসলাম পায়েল (২০)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে ভাদুঘর বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। তারা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইলগুলো পাচার করে এনেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।