ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বড়াইগ্রামে প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের বড়াইগ্রামে আব্দুস সাত্তার মোল্লা (৬৮) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার বামিহাল গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

আব্দুস সাত্তার উপজেলার মাঝগাঁও গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, আব্দুস সাত্তার একজন বুদ্ধি প্রতিবন্ধী। ৯ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাদের আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বামিহাল গ্রামের একটি কাদাযুক্ত ফসলি জমিতে স্থানীয় লোকজন হাঁস খুঁজতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না-তদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ওসি বলেন, তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে কাদাযুক্ত স্থানে পড়ে তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।