ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনিনে শহীদদের স্মরণে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বেনিনে শহীদদের স্মরণে মানববন্ধন

ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দেশে ফেরার পথে আফ্রিকার বেনিনে বিমান দুর্ঘটনায় নিহত ১৫ বাংলাদেশি সেনা কর্মকর্তার স্মরণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেনিন শহীদ শান্তিসেনা দিবস উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক সংগঠন সিএলএনবি ও পিসকিপার্স মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এ মানববন্ধন আয়োজন করে।

 

সিএলএনবির চেয়ারম্যান হারুনূর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- শ্রমজীবী শিল্প রক্ষা আন্দোলন নেতা ও সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেনাসদস্য নারগিস জাহান বানু, সিনিয়র আইনজীবী আলফাজ হসেন, নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দীন, শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, বজলুর রহমান বাবলু, জান্নাত ফাতেমা ও শেফালী বেগম প্রমুখ।

সিএলএনবির চেয়ারম্যান হারুনূর রশিদ বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের আত্মত্যাগ বিশাল অবদান বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী বাহিনীতে পরিণত করেছেন। তাদের পরিশ্রমে অর্জিত অর্থ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আয়ের খাতে পরিণত হয়েছে। বেনিনে শহীদ শান্তিসেনাদের স্মরণে ঢাকার কোনো একটি সড়ক বা উড়ালসেতু নাম তাদের উৎসর্গ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

২০০৩ সালের ২৪ ডিসেম্বর রাতে লাইবেরিয়া ও সিয়েরা লিয়ন থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সমাপ্ত করে দেশে ফেরার পথে ১৫ জন সেনা কর্মকর্তা পশ্চিম আফ্রিকার বেনিনের আকাশে বোয়িং ৭২৭ বিমান দুর্ঘটনায় নিহত হন। শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী শান্তিরক্ষী কর্মীকে সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।